মারাত্মক দূষণের কবলে  সিলেটের সুরমা নদী

আমিনুল ইসলাম রোকন :: মারাত্মক দূষণের কবলে পড়েছে সিলেটের সুরমা নদী। নিজেদের ইচ্ছে মতো সুরমাকে ব্যবহার করছেন দু পাড়ের মানুষ। ইচ্ছেমতো বর্জ্য ফেলছেন, বুক চিরে তুলছেন বালু। সবাই যেন সুরমাকে তিলে তিলে মেরে ফেলার মিশনে নেমেছেন। দীর্ঘ দিন ধরেই সুরমায় নদীর ব্যবস্থাপনায় নৈরাজ্য চলছে। এতে এক পাড়ে অস্বাভাবিক চর জাগছে তো অন্য পাড় বিলীন হচ্ছে ভাঙ্গনে। কেউ কেউ আবার দুই পাড় দিব্যি দখল করে গড়ে তুলছেন স্থাপনা। সব মিলিয়ে দিন দিন নব্যতা হারাচ্ছে সিলেটের গর্ব সুরমা। আর পানির গতি থমকে প্রতিদিনই কুৎসিত আকার ধারণ করে রূপও হারাচ্ছে একসময়ের স্রোতস্বিনী নদীটি। … Continue reading মারাত্মক দূষণের কবলে  সিলেটের সুরমা নদী